বর্তমান প্রতিদিন ডেস্ক:
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন(এফডিএ) বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের প্রতিষ্ঠান নিউরালিঙ্ক কে পরীক্ষামূলকভাবে মস্তিষ্কে চিপ বসানোর অনুমোদন দেয়।
এফডিএর অনুমোদন পাওয়ার পর নিউরালিঙ্কের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, আমাদের প্রথমবারের মতো মানবদেহে পরীক্ষামূলকভাবে চিপ বসানোর অনুমোদন দিয়েছে এফডিএ।
সংশ্লিষ্টরা বলছেন, নিউরালিঙ্কের চিপের সাহায্যে অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন শারীরিকভাবে প্রতিবন্ধীরা। চলাফেরা কিংবা যোগাযোগে অক্ষম বা দুর্বল ব্যক্তিদের জন্য কিছু করার চেষ্টা অনেক আগে থেকেই চালিয়ে যাচ্ছিলেন ইলন মাস্ক। এর আগে শূকর ও বানরের মস্তিষ্কে নিউরালিংক ডিভাইস সফলতার সঙ্গে স্থাপন করা হয়। প্রতিষ্ঠানটি দাবি করছে, ডিভাইসটি স্থাপন ও অপসারণ একেবারেই নিরাপদ।
গত ডিসেম্বরে মাস্ক জানান, আগামী ছয় মাসের মধ্যে মানব মস্তিষ্কে চিপ লাগানোর ট্রায়াল শুরু হবে। শারীরিক প্রতিবন্ধীদের মস্তিষ্কে স্থাপন করা হবে এটি; এতে তারা চলাফেরা এবং যোগাযোগে সক্ষম হবে।
নিউরালিঙ্কের চিপ তৈরি উদ্দেশ্য হলো মানবমস্তিষ্ককে সরাসরি কম্পিউটারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়া।
মন্তব্য করুন