বর্তমান প্রতিদিন ডেস্ক:
কুষ্টিয়া জেলার দৌলতপুরে পদ্মা নদী থেকে রিফাত (৯) ও মুরসালিন (৭) নামে নিখোঁজ দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (২৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলবাড়ি এলাকায় পদ্মা নদী থেকে স্থানীয়রা তাদের মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত রিফাত গোলাবাড়ি এলাকার রিপন আলীর ছেলে ও মুরসালিন একই এলাকার মজিবুর রহমানের ছেলে।
শিশুদের স্বজন ও স্থানীয় সূত্রের তথ্য মতে, গতকাল বুধবার বেলা ১১টার দিকে দুই শিশু নিখোঁজ হয়। দিনভর বিভিন্নস্থানে খোঁজ করেও তাদের পাওয়া যায়নি। পরে রাত ১১টার দিকে পদ্মা নদীতে তাদের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। এলাকাবাসীরা তাদের মৃতদেহ উদ্ধার করে। ডিঙ্গি নৌকায় চড়ে তারা পদ্মা নদীতে খেলতে গিয়ে ডুবে মারা গেছে বলে ধারণা স্থানীয়দের।
এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) মজিবুর রহমান বলেন, পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের কোনো অভিযোগ নেই। তাই কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই তাদের দাফন সম্পন্ন হয়েছে।
মন্তব্য করুন