ব্রেকিং নিউজ

পরীক্ষায় নকল করায় চার পরীক্ষার্থী বহিষ্কার

বর্তমান প্রতিদিন bartoman pratidin
প্রকাশিত : রবিবার, ২০২৩ এপ্রিল ৩০, ০৬:৩১ অপরাহ্ন
ফাইল ছবি

জেলা প্রতিনিধি:

জামালপুরে চলতি ২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা বিষয়ের পরীক্ষা চলাকালে নকল করার দায়ে চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) মেলান্দহ উপজেলায় তিনজন ও দেওয়ানগঞ্জ উপজেলায় একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।


বহিষ্কৃত তিনজনের মধ্যে দুজন মেলান্দহ উমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অপরজন শিহাটা গমিজ উদ্দিন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। তারা তিনজনই ভোকেশনাল শাখার শিক্ষার্থী। এছাড়া দেওয়ানগঞ্জ উপজেলায় বহিস্কৃত একজন মাদরাসা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।


অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মৌসুমী খানম জানান, পরীক্ষায় নকল করার দায়ে দুই উপজেলায় চারজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয় সেজন্য প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


মন্তব্য করুন

Video