ব্রেকিং নিউজ

ফেসবুক-টুইটারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো অ্যাকাউন্ট নেই

বর্তমান প্রতিদিন bartoman pratidin
প্রকাশিত : শনিবার, ২০২৩ ফেব্রুয়ারী ১৮, ০১:৩৮ অপরাহ্ন
ফাইল ছবি

বর্তমান প্রতিদিন ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক, টুইটার কিংবা অন্যকোন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো একাউন্ট নেই। প্রধানমন্ত্রীর নামে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট বলে প্রচার করা আইডিটি ভুয়া। 


শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।


ইমরুল কায়েস জানান, লক্ষ্য করা যাচ্ছে যে, একটি টুইটার একাউন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসিয়াল একাউন্ট বলে প্রচার করা হচ্ছে। কিন্তু বিষয়টি একেবারেই ঠিক নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক, টুইটার কিংবা অন্যকোন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো একাউন্ট নেই। এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এম এম ইমরুল কায়েস।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


মন্তব্য করুন

Video