ব্রেকিং নিউজ

বঙ্গবন্ধ আদর্শ নিয়েই স্মার্ট ও উন্নত বাংলাদেশ বানাবো : প্রধানমন্ত্রী


প্রকাশিত : শুক্রবার, ২০২৩ মার্চ ১৭, ০৫:২৭ অপরাহ্ন
বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই স্মার্ট ও উন্নত বাংলাদেশ বানাবো : প্রধানমন্ত্রী

বর্তমান প্রতিদিন ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু নেই, কিন্তু আছে তার আদর্শ । তা নিয়েই আমরা এগিয়ে যাবো। আমরা স্মার্ট ও উন্নত বাংলাদেশ বানাবো এই  আদর্শ নিয়েই ।

১৭ মার্চ দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে টুঙ্গিপাড়ায় আয়োজিত শিশু সমাবেশে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন,সরকার  বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ‘শিশুদের কথা বিবেচনায় নিয়েই  । আগামীর ভবিষ্যৎ শিশুদের সুস্থ্য স্বাভাবিক জীবন দিতে কাজ করছে আওয়ামী লীগ সরকার। শিশুদের শরীরচর্চা, খেলাধুলায় নজর দিতে হবে। তাদের প্রতি মানবিক গুণসম্পন্ন ও সহানুভূতিশীল হতে হবে। আজকের শিশুরাই হবে আগামীর স্মার্ট জনগোষ্ঠী।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ বাংলার মানুষের মুক্তির জন্য বঙ্গবন্ধু জীবনটাকে উৎসর্গ করেছিলেন। তার ভেতরে যে মানসিকতা ছিল, মানুষের প্রতি দরদ ছিল, এটা ছোটবেলা থেকেই প্রকাশ পেয়েছিল। স্কুলে যখন পড়তেন তখন যার বই নেই তাকে নিজের বই দিয়ে দিতেন। গায়ের জামা কাপড় দরিদ্র মানুষকে বিলিয়ে দিতেন। এমনকি দুর্ভিক্ষের সময় নিজের গোলার ধানও মানুষকে বিলিয়ে দিয়েছেন। মানুষের ভাগ্য পরিবর্তন করতে তিনি সংগ্রাম করেছেন।’

তিনি বলেন, ‘আজ আমরা  বাংলা ভাষায় কথা বলতে পারি। সেই ৪৮ সাল থেকেই এই আন্দোলন তিনি শুরু করেছিলেন। তারই নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা, স্বাধীন জাতি হিসেবে আত্মপরিচয়। কাজেই জাতির পিতার এই জন্মদিনকে আমরা শিশু দিবস হিসেবে ঘোষণা করেছি।’ 


আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


মন্তব্য করুন

Video