বর্তমান প্রতিদিন ডেস্ক:
নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম সরকোলডাঙ্গা কওমি মাদরাসার বাথরুমের সেপটিক ট্যাংক থেকে পুলিশ আব্দুল্লাহ (১০) নামে এক ছাত্রের মৃতদেহ পেয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর ২০২২ইং) সকাল নয়টার দিকে বাথরুমের ট্যাংকের ভেতরে পড়ে থাকা অবস্থায় মৃতদেহটি পাওয়া যায়।
জেলার কালিয়া উপজেলার চাচুড়ী গ্রামের ইনসান গাজীর ছেলে মাদরাসাছাত্র আব্দুল্লাহ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ ডিসেম্বর ২০২২ইং) রাত আটটার দিকে আব্দুল্লাহ নিখোঁজ হয়। ওই রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
শনিবার সকালে শিক্ষক ও ছাত্ররা পুনরায় খোঁজাখুঁজির একপর্যায়ে মাদরাসার বাথরুমের সেপটিক ট্যাংকের ভেতরে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ বের করে আনে। তারপর মৃতদেহটি ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, মাদরাসা ছাত্রের মৃত্যু রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।
মন্তব্য করুন