বর্তমান প্রতিদিন ডেস্ক:
চাঁদপুরে ১৫০০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি কোস্ট গার্ড জব্দ করেছে। শনিবার (২০ মে ২০২৩ইং) রাত সাড়ে ৮টায় চাঁদপুর কোস্ট গার্ডের লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে চাঁদপুরের মোহনার মেঘনা নদীতে এক বিশেষ অভিযান পরিচালনা করে একটি স্টিলবডি ট্রলার তল্লাশি করে চাঁদপুর কোস্ট গার্ড। এসময় এখান থেকে ১৫০০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়।
কোস্ট গার্ডের লেফটেন্যান্ট জানিয়েছেন, জব্দকৃত বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
মন্তব্য করুন