ব্রেকিং নিউজ

বিয়েতে রাজি নেই, তাই বাবাকে ছুরিকাঘাত করলো মেয়ে

বর্তমান প্রতিদিন bartoman pratidin
প্রকাশিত : শনিবার, ২০২৩ ফেব্রুয়ারী ১৮, ১২:৪৮ অপরাহ্ন

বর্তমান প্রতিদিন ডেস্ক:

রংপুর জেলার পীরগাছায় মেয়ের ছুরিকাঘাতে ফজল মাহমুদ (৫০) নামের এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার তালুক ইশাত দারারপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার পর পর ফজল মাহমুদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ বিষয়ে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার রংপুর আরআরএফ পুলিশের এসআই ফজল মাহমুদের মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু এ বিয়েতে রাজি ছিলেন না এইচএসসি পড়ুয়া মেয়ে ফারজানা আক্তার। রাত সাড়ে ১০টার দিকে তার কক্ষে ডেকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হন ফজল মাহমুদ। পরে মেয়ের বিয়ের গাড়িতে করে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফারজানাকে আটক করেছে পুলিশ।


এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেছেন, ফারজানাকে রাতেই আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


মন্তব্য করুন

Video