ব্রেকিং নিউজ

বিয়ে বাড়িতে টাকার বৃষ্টি, সেই টাকা ধরতে মানুষের হুড়োহুড়ি

বর্তমান প্রতিদিন bartoman pratidin
প্রকাশিত : রবিবার, ২০২৩ ফেব্রুয়ারী ১৯, ০৫:২০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

বর্তমান প্রতিদিন ডেস্ক:

ভাতিজার বিয়েতে ছাদ থেকে লাখ লাখ রুপি ওড়ালেন সাবেক পঞ্চায়েতপ্রধান। সেই রুপি কুড়িয়ে নিতে বেসামাল অবস্থা বিয়েতে আসা অতিথিদের।


ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। সেই অনুষ্ঠানকে আরও জমকালো করতে ছাদ থেকে ওড়ানো হচ্ছে লাখ লাখ রুপি। আর সেই রুপি কুড়োতে লেগে গেছে মানুষের হুড়োহুড়ি।


ভারতের গুজরাটের মেহসানা জেলায় ঘটনাটি ঘটেছে। রুপির ওড়ানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।


স্থানীয় সংবাদমাধ্যম বলছে, মেহসানা জেলার আগোল গ্রামের সাবেকপ্রধান করিম যাদব। গত ১৬ ফেব্রুয়ারি করিমের ভাতিজা রাজ্জাকের বিয়ে হয়। সেখানেই এ ঘটনা।


স্থানীয়দের তথ্য মতে, বিয়ের পরদিন গ্রামে শোভাযাত্রা নিয়ে বের হন করিম। এসময় পরিবারের সদস্যরা বাড়ির ছাদে উঠেন। সেখান থেকে ১০ রুপি, ২০০ রুপি ও ৫০০ রুপির নোট ওড়াতে শুরু করেন তারা। কয়েক লাখ রুপি ওড়ানো হয় ছাদ থেকে।


তবে লোকমুখে আরও শোনা যাচ্ছে, এটা নাকি গুজরাটের স্বাভাবিক ঘটনা।


সূত্র: আনন্দবাজার

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


মন্তব্য করুন

Video