বর্তমান প্রতিদিন ডেস্ক:
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ১০ নং নরোত্তমপুর ইউনিয়নে এনপি ফাউন্ডেশনের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । শনিবার সকালে পশ্চিম নরোত্তমপুর ইসলামীয়া আরাবিয়া মাদ্রাসায়।
এসময় পরীক্ষার্থীদের উৎসাহ প্রধান উপলক্ষে ৩০ জন শিক্ষার্থীকে হাত ঘড়ি উপহার দেওয়া হয়।
জয়নাল আবেদীন জীবনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, এন পি ফাউন্ডেশনের সভাপতি মাসুদের রহমান, সদস্য সাংবাদিক মুহাম্মদ সুমন ভূঁইয়া, মোঃ কামরুল হাসান রিফাত, মুনতাসির আল মামুন, মাসুদ আলম, হাফেজ মাহাথির মোহাম্মদ শাকিল, মাওলানা কামাল হোসেন, জোবায়ের, আব্দুল্লা আল মামুন।
বক্তারা পরীক্ষার্থীদের দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রধান করেন এবং পরীক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।
এ সময় এন পি ফাউন্ডেশনের সদস্য আমেরিকা প্রবাসী শিবলী সাদেক এক ভিডিও বার্তায় এই ধরনের মহৎ উদ্যোগকে স্বাগত জানান এবং পরীক্ষার্থীদের শুভকামনা জানান ।
এলাকাবাসী ভবিষ্যতে এ ধরনের মহৎ কাজের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।
মন্তব্য করুন