ব্রেকিং নিউজ

ভারতে চেন্নাই শহরে চালু হয়েছে বিরিয়ানি এটিএম বুথ


প্রকাশিত : শুক্রবার, ২০২৩ মার্চ ১৭, ০৮:১৭ অপরাহ্ন
ভারতে চেন্নাই শহরে চালু হয়েছে বিরিয়ানি এটিএম বুথ

বর্তমান প্রতিদিন ডেস্ক:

ভারতজুড়েই বিরিয়ানি  জনপ্রিয় একটি খাবার।  প্রতি রেস্তোরাঁতেই পাওয়া যায়। লাভজনক হওয়ায় এটি বিক্রি করে সবাই। এমনকি  রাস্তার দোকানগুলোতেও এটি পাওয়া যায়। ‘দ্য বিভিকে বিরিয়ানি’ নামে একটি প্রতিষ্ঠান এ জনপ্রিয়তাকেই কাজে লাগিয়েছে , নিয়েছে ভিন্ন এক উদ্যোগ। তারা বিরিয়ানির জন্য চেন্নাই শহরে চালু করেছে  এটিএম বুথ।

চেন্নাইয়ের কোলাত্তুর শহরে এ এটিএম বুথ চালু হয়েছে । সেখানে পাওয়া যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানি, যা বিয়েতে মূলত পরিবেশন করা হয়।

বুথে এসে বিরিয়ানি অর্ডার করতে হবে । কার্ড বা ইউপিআইয়ের মাধ্যমে অর্থ পরিশোধ করতে হবে । আর  ফ্রেশ বিরিয়ানির প্যাকেট মিলবে অর্থ পরিশোধ করলেই ।

এ বুথের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম এস বলেন, শুধু চেন্নাই শহরেই এ ধরনের আরও ১২টি বুথ চালুর পরিকল্পনা আছে আমাদের। পরে ধীরে ধীরে পুরো ভারতে এটি ছড়িয়ে দেওয়া হবে। 


আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


মন্তব্য করুন

Video