বর্তমান প্রতিদিন ডেস্ক:
‘অ্যাভাটার’ মুক্তির পর এক যুগের বেশি সময় পার হয়েছে, এখনো সর্বকালের সেরা ব্যবসাসফল সিনেমা ‘অ্যাভাটার’। ১৩ বছরের দীর্ঘ প্রতীক্ষা শেষে গত ১৬ ডিসেম্বর মুক্তি পায় ‘অ্যাভাটার’-এর পার্ট ২ যার নাম ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’।
মুক্তির আগে থেকেই বক্স অফিসে ‘অ্যাভাটার টু’ ঝড়ের পূর্বাভাস করেছিলেন অনেকে। অনেক বক্স অফিস-বিশ্লেষক এমনও মন্তব্য করেন, ‘অ্যাভাটার’-এর প্রথমটির আয়ও ছাড়িয়ে যেতে পারে দ্বিতীয়টি। সেটি হয় কি না, তা সময়ই বলে দেবে।
তবে এখনকার খবর, মুক্তির পর মাত্র ১২ দিনেই জেমস ক্যামেরনের ছবিটি বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলার আয় পূর্ণ করেছে। ২০২২ সালের তৃতীয় ছবি হিসেবে ১ বিলিয়ন ডলার আয় করল ‘অ্যাভাটার টু’।
উল্লেখ্য, চলতি বছর আয়ের দিক দিয়ে এখনো শীর্ষে আছে টম ক্রুজ অভিনীত ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমাটি।
মন্তব্য করুন