নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহী জেলার চারঘাট উপজেলায় একটি বিদেশী পিস্তলসহ মোঃ আরিফুল ইসলাম রতন আলী (৩২) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত-পৌনে ৯টার সময় রাজশাহী জেলার চারঘাট থানাধীন রাউথা দাড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজতে থাকা একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও নগদ ৩৫০০ টাকা উদ্ধার করে র্যাব।
গ্রেপ্তারকৃত অস্ত্র ব্যবসায়ী বাঘা থানাধীন মীরগঞ্জ মোহদীপুর এলাকার মোঃ আবুল হাশেমের ছেলে। রবিবার বেলা ১১টায় র্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী চারঘাট ইউনিয়নের রাউথা দাড়িপাড়া বালুর ঘাট বাঁধের উপর ২ জন ব্যক্তি অবৈধদ্রব্য সহ অবস্থান করছে। এসময় ঘটনাস্থলে পৌঁছা মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালানোর চেষ্টা করে। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আরিফুল ইসলাম রতন আলীকে ঘটনাস্থলেই আটক করে এবং অপর ১ জন ব্যক্তি রাতের আধারে পালিয়ে যায়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে যে, তাহার নিকট অবৈধ অস্ত্র আছে। পলাতক আসামির নাম মোঃ বাবু ঢালী (৩৩)।
সে আরো জানায় যে, পলাতক বাবু ঢালী এবং সে অবৈধভাবে উক্ত উদ্ধারকৃত পিস্তল ও ম্যাগজিন সীমান্তবর্তী ভারত থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল।
এঘটনায় গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে চারঘাট থানায় অস্ত্র আইনে মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন