জেলা প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে ৪০০ গ্রাম হেরোইনসহ এলিনা বেগম (২৯) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী গোদাগাড়ী থানাধীন ডিমভাংগা মাদারপুর এলাকার মৃত মাসুদ রানার স্ত্রী।
গতকাল মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে ডিমভাংগা মাদারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন জব্দ করে র্যাব।
বুধবার দুপুরে র্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে এলিনা বেগমকে হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল এলিনা। উদ্ধারকৃত হেরোইনের সিজার মুল্য ৪০ লাখ টাকা।
গ্রেফতারকৃতর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন