বর্তমান প্রতিদিন ডেস্ক:
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...’-এ গান গাইতে গাইতে ফুল হাতে কেন্দ্রীয় শহীদ মিনার মুখী মানুষের ঢল যেন বেলা গাড়নোর সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে। একুশের সূর্য ওঠার পর থেকে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানানোর জন্য দীর্ঘ লাইন ধরে শহীদ মিনার এলাকায় প্রবেশ করছেন।
রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশের কর্মসূচি শুরু হয়েছে। প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সকালে বুকে কালো ব্যাজ ধারণ করে সাদা কালো পাঞ্জাবি, শাড়ি পরে শুরু হয় মানুষের প্রভাতফেরির শ্রদ্ধা নিবেদন। শহীদ মিনারের পশ্চিম দিক থেকে বেদীতে ওঠার দীর্ঘ লাইন এঁকে বেঁকে চলে গেছে বহুদূর। সবার হাতে হাতে নিজ নিজ সংগঠন, প্রতিষ্ঠানের ব্যানার, ফুলের ডালা। পরনে বেশিরভাগেরই পাঞ্জাবি আর শাড়ি। বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠানের পক্ষে এমন হাজার হাজার লোক এখনও শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধা জানাতে অপেক্ষায় রয়েছেন।
২১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টার পরও দেখা গেছে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষায় রয়েছেন মানুষ। এই লাইন মানুষের ঢল এঁকে বেঁকে চলে গেছে জগন্নাথ হলের গেট পেরেয়ি আজিমপুর সংযোগ সড়কের দিকে।
মন্তব্য করুন