বর্তমান প্রতিদিন ডেস্ক:
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় প্যাসেফিক ফাস্টফুড নামের একটি রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৩০ এপ্রিল ২০২৩ইং) দুপুরে নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, প্যাসেফিক ফাস্টফুডে অভিযান পরিচালনার সময় খাবারে প্রচুর পরিমাণে তেলাপোকার উপস্থিতি পাওয়া গেছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মন্তব্য করুন