ব্রেকিং নিউজ

লালমনিরহাটে তাইজ উদ্দিন হত্যাকান্ডের ৪ পলাতক আসামি গ্রেফতার


প্রকাশিত : সোমবার, ২০২৩ আগস্ট ২১, ০১:২৫ অপরাহ্ন
সংগৃহিত ছবি

বর্তমান প্রতিদিন ডেস্ক:

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ও র‌্যাব-১৩, সিপিএসসি রংপুর এর যৌথ অভিযানে বহুল আলোচিত লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার পূর্ব দুহুলী গ্রামের বাসিন্দা তাইজ উদ্দিন হত্যাকান্ডের ০৪ জন পলাতক আসামি গ্রেফতার।

গত ০১ আগস্ট ২০২৩ তারিখ লালমনিরহট জেলার কালিগঞ্জ থানাধীন পূর্ব দুহুলী গ্রামস্থ ভিকটিম মোঃ তাইজ উদ্দিন (৩০) খুন হয়। উক্ত ঘটনাটি জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমসমূহে প্রচারিত হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। বাদীর দায়েরকৃত এজাহারের মাধ্যমে জানা যায় যে, লালমনিরহাট জেলা কালীগঞ্জ থানার পূর্ব দুহুলী গ্রামের বাসিন্দা ভিকটিম মোঃ তাইজ উদ্দিন (৩০) এর সাথে গ্রেফতারকৃত আসামিদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলতে থাকে।

এরই জের ধরে গত ০১ আগস্ট ২০২৩ তারিখ ভিকটিম টিসিবির মালামাল আনার জন্য লালমনিরহট জেলার কালিগঞ্জ থানাধীন দুহুলী জোড়া বাজারে যাওয়ার পথে আগে থেকেই ওতপেতে থাকা আসামিগণ লাঠিশোঠা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে নির্মমভাবে মাথায় আঘাত করে। এর ফলে ভিকটিমের মাথার উপরিভাগ কেটে যায় এবং ভিকটিম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে অন্যান্য আসামীগণ মৃত্যু নিশ্চিত করতে লাঠিশোঠা ও দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে। ভিকটিমকে বাঁচানো উদ্দেশ্যে আশেপাশে থাকা আত্মীয় স্বজন এগিয়ে আসলে আসামিগণ তাদেরকেও এলোপাতাড়ীভাবে মারধর করে গুরুতর জখম করে। পরবর্তীতে এলাকাবাসী ভিকটিমসহ অন্যান্য আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরন করে।

ভিকটিম মোঃ তাইজ উদ্দীন(৩০)সহ আহত আরও দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হলে গত ০২ আগস্ট ২০২৩ ইং তারিখে ভিকটিম মোঃ তাইজ উদ্দীন(৩০) মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ভিকটিমের ভাই বাদী হয়ে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উক্ত ঘটনার প্রেক্ষিতে চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতারের নিমিত্তে র‌্যাব-১১, কুমিল্লা ও র‌্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গত ২০/০৮/২০২৩ ইং তারিখ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে এই হত্যা মামলার এজাহারনামীয় ১, ২, ৩ ও ৪ নং আসামী ১। মোঃ আব্দুল করিম (৪৫), পিতা-মৃত নজর আলী, ২। মোঃ জুয়েল মিয়া (৩৬), পিতা-মৃত একাব্বর আলী, ৩। মোঃ আল আমিন (২৪), পিতা-মোঃ আব্দুল করিম এবং ৪। মোঃ জাকির হোসেন বাদশা (২৮), পিতা-মোঃ কাইয়ুম মিয়া, সর্ব সাং-পূর্ব দুহুলী, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাটদের’কে গ্রেফতার করা হয়।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


মন্তব্য করুন

Video