বর্তমান প্রতিদিন
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেছেন রনিল বিক্রমাসিংহে। বৃহস্পতিবার ( ১২ মে ) সন্ধ্যায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয়েছে এই শপথ অনুষ্ঠান। নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে শ্রীলংকার সাবেক প্রধানমন্ত্রী এবং দেশটির অন্যতম রাজনৈতিক দল ইউএনপির নেতা।
বর্তমান প্রেসিডেন্ট গোতাবায়া নিজে শপথ অনুষ্ঠান পরিচালনা করেছেন বলে এক প্রতিবেদনে প্রকাশ করেছে শ্রীলঙ্কার দৈনিক পত্রিকা ডেইলি মিরর।
প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, শপথ অনুষ্ঠানের পর শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী ওয়ালুকারামা বৌদ্ধ মন্দিরে আশীর্বাদের জন্য যান রনিল বিক্রমাসিংহে।
মন্তব্য করুন