ব্রেকিং নিউজ

সদরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত


প্রকাশিত : শুক্রবার, ২০২৩ আগস্ট ২৫, ০২:০৬ অপরাহ্ন
সংগৃহিত ছবি

বর্তমান প্রতিদিন ডেস্ক:

ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ফয়সাল খান (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।  আজ (২৫ আগষ্ট) শুক্রবার সকাল টার দিকে উপজেলার শ্যামপুর নামক স্থানে দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল খান পার্শ্ববর্তী চরভদ্রাসন উপজেলার বিএস ডাংগি গ্রামের আলমগীর খানের ছেলে। সময় মোটরসাইকেলে থাকা সাব্বির নামের শিশু গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে। সকালে সদরপুরের জয়বাংলা বাজার থেকে দুধ কিনে ফেরার পথে ফয়সাল দুর্ঘটনার স্বীকার হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করে। সদরপুর থানার ওসি মামুন আল রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে, আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের হাতে হস্তান্তর করা হবে।

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


মন্তব্য করুন

Video