ব্রেকিং নিউজ

সাপের কারণে ১৬ হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন

বর্তমান প্রতিদিন bartoman pratidin
প্রকাশিত : শনিবার, ২০২৩ মে ২০, ০৬:৩৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

বর্তমান প্রতিদিন ডেস্ক:

বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের একটি সাবস্টেশনে সাপ ঢোকার কারণে ১৬ হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। ওই সাপের কারণে ১৬ হাজার মানুষ এক ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ ছাড়া থাকতে হয়ছে।

গত (১৭ মে ২০২৩ইং) যুক্তরাষ্ট্রের অস্টিনে এমন ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যম ফক্স ৭ অস্টিন এক প্রতিবেদনে জানায়, এদিন দুপুর ১টায় বিদ্যুৎ চলে যায়। ওই সময় সাবস্টেশনের একটি গুরুত্বপূর্ণ সার্কিটের সংস্পর্শে চলে আসে সাপটি। এতে সঙ্গে সঙ্গে স্টেশনটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

(১৭ মে ২০২৩ইং) অস্টিনের বিদ্যুৎ বিভাগ একটি টুইট করে। তারা জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে হয়ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। টুইটে আরও জানানো হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্নের কারণ খুঁজে বের করা ও দ্রুত সরবরাহ ফিরিয়ে আনার জন্য কাজ করছেন কর্মীরা।

ওইদিনই আরেকটি টুইটে অস্টিন বিদ্যুৎ বিভাগ জানিয়েছে। কোনো কারিগরি ত্রুটি নয়— বরং একটি সাপের কারণে এ ঘটনা ঘটেছে।

পরবর্তী টুইটে তারা লিখেছে, ‘আপডেট: বন্যপ্রাণীর কারণেও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আজ একটি সাপ আমাদের একটি সাবস্টেশনে প্রবেশ করে এবং একটি ইলেকট্রিফাইড সার্কিটের সংস্পর্শে আসে। দুপুর ২টার মধ্যে সবার কাছে আবারও পুনরায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়েছে। ধৈর্য্যর জন্য আপনাদের ধন্যবাদ।’

সূত্র: ফক্স সেভেন অস্টিন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


মন্তব্য করুন

Video