ব্রেকিং নিউজ

সালমান খানের পরিবারে আরও এক বিবাহ বিচ্ছেদ

বর্তমান প্রতিদিন bartoman pratidin
প্রকাশিত : শুক্রবার, ২০২২ মে ১৩, ০৫:৩১ অপরাহ্ন
সালমান খানের পরিবারে আরও এক বিবাহ বিচ্ছেদ

বর্তমান প্রতিদিন ডেস্ক:

বলিউড তারকা সালমান খানের পরিবারে সম্প্রতী আরও একটি বিবাহ বিচ্ছেদ হয়েছে। হ্যাঁ, সালমান খানের ছোট ভাই সোহেল খানের সংসার ভেঙেছে। ২৪ বছরের সংসারজীবনে ইতি ঘটেছে বলে খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। 


সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, আজ মুম্বাইয়ের পারিবারিক আদালতে স্ত্রী সীমা খানের সঙ্গে বিচ্ছেদ চেয়ে আবেদন করেছেন সোহেল খান। আদালত সূত্রে সংবাদমাধ্যমটি এই খবর প্রকাশ করলেও এই প্রসঙ্গে এখনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।


সূত্রট আরও জানিয়েছে, আজ সোহেল ও সীমা আদালতে উপস্থিত ছিলেন। দুজনেই একে অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ ছিলেন।


সোহেল এবং সীমা ১৯৯৮ সালে বিয়ে করেন এবং তাদের দুইটি সন্তান রয়েছে;  প্রথমজনের নাম নির্বান খান এবং অন্যজন ইয়োহান। ২০১৭ সালে খবর রটেছিল যে, এই দম্পতি বিবাহবিচ্ছেদের দিকে যাচ্ছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


মন্তব্য করুন

Video