ব্রেকিং নিউজ

হোটেল থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার

বর্তমান প্রতিদিন bartoman pratidin
প্রকাশিত : বুধবার, ২০২৩ সেপ্টেম্বর ১৩, ০২:০৮ অপরাহ্ন
প্রতিকী ছবি

বর্তমান প্রতিদিন ডেস্ক:

কক্সবাজার শহরের কলাতলী সি গাজিপুর রিসোর্ট থেকে জেসমিন (২৬) নামে এক তরুণীর মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর ২০২৩ইং) রাত সাড়ে ১০টার দিকে হোটেলটির তৃতীয় তলার একটি কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।

হোটেলের রেজিস্ট্রেশন খাতা থেকে জানা গেছে, নিহত তরুণী রামু জোয়ারিয়ানালার এলাকার বাসিন্দা। 

কক্সবাজার সদর মডেল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, এক তরুণী আজ সিঙ্গেল এসি রুম বুকিং করে হোটেল ওঠেন। হোটেল বয় রুম পরিষ্কার করতে গেলে তার সাড়া না পেলে মালিক পক্ষকে জানান। হোটেল কর্তৃপক্ষের ফোন পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করি।

তিনি আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


মন্তব্য করুন

Video