বর্তমান প্রতিদিন ডেস্ক:
বরগুনায় অনেক দিন পরে পাওয়া গেলে বড় আকারের দুটি লাক্ষা মাছ। যার মূল্য উঠেছে ৪৪ হাজার টাকা!
শুক্রবার (৩০ ডিসেম্বর ২০২২ইং) বরগুনা পৌর মাছ বাজারে দেখা মেলে মাছ দুটির। ওজন ২২ কেজি।
জানা গেছে, জেলেরা বঙ্গোপসাগর থেকে মাছ দুটি শিকার করে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন। বরগুনা মাছ বাজারের খুচরা মাছ ব্যবসায়ী নান্টু মোল্লা নিলামের মাধ্যমে বিশাল সাইজের লাক্ষা দুটি সেখান থেকে কিনে আনেন। এরপর বিক্রির উদ্দেশ্যে রাতে বরগুনা মাছ বাজারে নিয়ে আসেন।
নান্টু মোল্লা জানান, মাছ দুটি পেটিসহ প্রতি কেজি ২ হাজার টাকা এবং পেটি ছাড়া ১১০০ টাকা দরে বিক্রি করা হবে।
খবর পেয়ে মাছ দুটিকে দেখতে বাজারে ভিড় জমান উৎসুক জনতা। তারা বলেন, বড় সাইজের তাউরা (লাক্ষা) এই প্রথমবার দেখলাম। ইচ্ছে থাকলেও এত দামে মাছ কিনে খাওয়া সম্ভব না!
মৎস্য বিক্রেতা নান্টু মোল্লা জানান, পাথরঘাটার বিএফডিসি থেকে মাছ দুটি আমি কিনে এনেছি৷ এর আগেও বিভিন্ন জাতের বড় মাছ এনেছি আমি। এই মাছের একটির ওজন ১০ কেজি, অপরটির ওজন ১২ কেজি। আমি পেটিসহ প্রতি কেজি মাছের দাম ২ হাজার টাকা চেয়েছি। তবে পেটি ছাড়া নিলে কেজিপ্রতি ১১০০ টাকায় নিতে পারবে ক্রেতারা।
তিনি আরও জানিয়েছেন, ইতোমধ্যে লাক্ষা, মাইট্টা, তাইল্যা, কালোচান্দা, মাথা ঘুইজ্জা ও বাংলা মাছসহ সুস্বাদু অনেক জাতের মাছ একেবারেই কমে গেছে।
মন্তব্য করুন