ব্রেকিং নিউজ

৪৮ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারি আটক

বর্তমান প্রতিদিন bartoman pratidin
প্রকাশিত : বুধবার, ২০২৩ সেপ্টেম্বর ০৬, ০৫:৪৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

বর্তমান প্রতিদিন ডেস্ক:

গাজীপুর জেলার টঙ্গী ও রাজধানীর ভাটারা এলাকা থেকে ৪৮ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১০। আটককৃতদের কাছে থেকে পাওয়া হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৫ লাখ টাকা।

০৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে এই বিষয়টি নিশ্চিত করেছেন, র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।

আটককৃতরা হলো: চক্রের মূলহোতা মো. আব্দুর রশিদ ওরফে কাইল্যা রশিদ (৩৮), মোছা. শিল্পী বেগম (৪০) ও মো. সোহেল রানা (৩৫)।

র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, ০৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানাধীন শেরেবাংলা এলাকা ও রাজধানী ঢাকার ভাটারা থানাধীন লিংক রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময়ের মধ্যে আনুমানিক ৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৪৮ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে গাজীপুরের টঙ্গীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং সেইসঙ্গে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


মন্তব্য করুন

Video