ব্রেকিং নিউজ

৬টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৪ সদস্য আটক

বর্তমান প্রতিদিন bartoman pratidin
প্রকাশিত : শনিবার, ২০২৩ ফেব্রুয়ারী ১৮, ০৬:০০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

বর্তমান প্রতিদিন ডেস্ক:

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরির সাথে জড়িত চোর চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। কয়েকটি মোটরসাইকেল চুরির অভিযোগের পর মহানগরীর বিভিন্ন এলাকার সিসিটিভির ফুটেজ বিশ্লেষণের পর তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। চোরদের দেয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া ছয়টি মোটরসাইকেল কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।


আটকরা হলেন- সাতকানিয়ার উত্তর ডেমশার নুরুল আলমের ছেলে আনোয়ার হোসেন (৩৫), পূর্ব ঘাটিয়াডাঙ্গার আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ সাজ্জাদ (২৭), কক্সবাজার জেলার রামুর মধ্যম মেরং লোয়া এলাকার মকবুল হোসেনের ছেলে জাহেদুল ইসলাম (২০) ও ঘোনারপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে মো. ইউসুফ (২৪)।


এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোখলেসুর রহমান বলেছেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর চুরির বিস্তারিত পরিকল্পনা জানা গেছে। আনোয়ার ও সাজ্জাত সরাসরি চুরির সাথে জড়িত। একটি মোটরসাইকেল চুরি করতে তাদের দুই জন সদস্য স্পটে থাকে। এক জনের কাজ হচ্ছে মোটরসাইকেল মালিকের গতিবিধি লক্ষ্য করা, অন্য জন মোটরসাইকেলটি কিছু সময় পর্যবেক্ষণ করে। এরপর মাত্র ৪৫ সেকেন্ড থেকে ১ মিনিটের সময়ের মধ্যে মাস্টার চাবি দিয়ে লক ভেঙে মোটরসাইকেল চালু করে সরাসরি কক্সবাজার জেলার রামু থানায় মো. ইউসুফের কাছে বিক্রি করতো। জাহেদুল তার সহযোগী ছিলো। গ্রেফতারের পর তাদের থেকে তথ্য নিয়ে ছয়টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


মন্তব্য করুন

Video