বর্তমান প্রতিদিন ডেস্ক:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আকাশীল গ্রামে
বাবাকে গত এক বছর ধরে বাড়ির উঠানে শিকলবন্দী রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। তার বাবার নাম মফিজ উদ্দিন ছুট ( ৮০) নামে চিনে সবাই। অভিযুক্ত ছেলের নাম আব্দুল হাকিম।
মফিজ উদ্দিনের ২ ছেলে ৩ মেয়ে। বাবাকে মুক্ত করতে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন বড় ছেলে ইউসুফ আলী। গত বুধবার দুপুরে উপজেলা পরিষদের মাসিক সভায় এ নিয়ে আলোচনা হলেও বন্দিদশা থেকে মুক্তি পায়নি অসহায় বাবা। তবে প্রশাসন বলেছে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, চিকিৎসার কথা বলে ছোট ছেলে আব্দুল হাকিম ২০২০ সালে পাঁচ বিঘা জমি নিজের নামে লিখে নিয়েছেন। এই ঘটনা যেন জানাজানি না হয় সেজন্য জমি লিখে নেওয়ার পর থেকে বাবাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে বাড়ির উঠানে। বড় ছেলে ইউসুফ আলী বাবাকে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে শিকলবন্দী অবস্থায় দেখতে পান। কিন্তু ছোট ভাই কাউকে না মানায় বাবাকে উদ্ধার করতে না পেয়ে প্রশাসনের সহযোগিতা চাইতে বড় ছেলে বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত অভিযোগ করেন।
বড় ছেলে ইউসুফ আলী বলেন, ‘আমার বাবাকে পাগল সাজিয়ে বারান্দায় শিকল দিয়ে বেঁধে রাখা হয়। আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে দেয় না। আমরা এর সুষ্ট বিচার চাই।’
তবে এ বিষয়ে অভিযুক্ত আব্দুল হাকিম কথা বলতে রাজি হয়নি।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, উপজেলা আইনশৃঙ্খলা সভায় এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। প্রশাসন ওই বৃদ্ধকে বন্দিদশা থেকে উদ্ধার করবে মর্মে সভায় কথা দিয়েছে।
পীরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘অভিযোগ পাওয়া গেছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন