নিজস্ব প্রতিনিধি:
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় এক রোহিঙ্গাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পুঠিয়া থানাধীন কাঁঠালবাড়িয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পুঠিয়া থানার কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রাজু আহম্মেদ (৩১) অপরজন কক্সবাজার উখিয়া থানার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোঃ বকসুর ছেলে মোঃ হাবিবুল্লাহ (২৯)।
সোমবার (১ আগস্ট) সকালে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কাঁঠালবাড়িয়া গ্রামে মাদক ব্যবসায়ী মোঃ রাজুর বসত বাড়িতে অবৈধ মাদকদব্য ইয়াবা বিক্রয় করছে। এসময় তার বাড়িতে অভিযান চালিয়ে ১০০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে দলটি ।
র্যাব বলছে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হাবিবুল্লাহ একজন রোহিঙ্গা। সে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করে। তারা পরস্পর যোগসাজসে মাদকদ্রব্য কক্সবাজার থেকে সংগ্রহ করে এবং রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় চাহিদামত বিক্রি করে।
গ্রেফতারকৃতরা আরো বলেছে, তারা এবং পলাতক ৩নং আসামীসহ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ এই ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরে বিরুদ্ধে জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন