নিজস্ব প্রতিনিধি:
রাজশাহী সদরে ১৯৯ পিচ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ মোঃ সুজন আলী (২৩) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৫। গতকাল বুধবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৩টায় কাটাখালী থানাধীন কাপাশিয়া পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শহরের বেলপুকুর থানাধীন ছত্রগাছা পশ্চিমপাড়া গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে। র্যাবে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদেও ভিত্তিতে রাজশাহী মহানগর কাটাখালী থানাধীন কাপাশিয়া পূর্বপাড়া এলাকায় একজন যুবক মাদক বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত স্থানে পৌছামাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে মোঃ সুজন আলী কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তাকে ধাওয়া করে আটক করা হয়।
গ্রেফকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন