বর্তমান প্রতিদিন ডেস্ক:
চা তৈরিতে ব্যবহার হচ্ছে শুঁয়োপোকার মল। এই শুনে অবাক লাগলেও জাপানি গবেষক সুয়োশি মারুওকা প্রথম এই চা তৈরির বিষয়ে ভেবেছিলেন।
অডিটি সেন্ট্রাল নিউজ ওয়েবসাইটের প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর জানায় নিউজ ১৮।
প্রতিবেদনে বলা হয়, জাপানে চু-হি-চা নামের একটি চা তৈরি করা হয়। এই চা তৈরি করা হয় শুঁয়োপোকার মল থেকে। সুয়োশি মারুওকা নামে এক গবেষক এ চা তৈরি করেছেন।
মারুওকা বলেন, একদিন বিশ্ববিদ্যালয়ে তাঁর এক সহযোগী অনেক শুঁয়োপোকা নিয়ে আসেন। সেগুলি তাঁকে দিয়ে দেন। তিনি বলেন, এটি এক ধরণের উপহার, যা তিনি কোথাও থেকে পেয়েছেন। সুয়োশি শুঁয়োপোকাগুলি নিয়ে কী করবেন, তা বুঝতে পারছিলেন না।
সুয়োশি পরে জানান, সেই শুঁয়োপোকাগুলি মলের গন্ধ তাঁর খুব পছন্দ হয়েছিল। তারপরেই তিনি ভাবলেন সেটা থেকে চা বানানো যায় কিনা। প্রতিবেদনে বলা হয়েছে, সেই চা খুব বিখ্যাত হয়েছিল বাজারে। সুয়োশি এরপর তিনি ভিন্নভাবে চা বানানোর সিদ্ধান্ত নেন। তিনি ২০টি বিভিন্ন পোকামাকড় এবং ৪০টি ভিন্ন ভিন্ন গাছের সাহায্যে একটি বিশেষ ধরনের চা তৈরি করারা চেষ্টা করছেন।
জানা যায়, এখনও পর্যন্ত তিনি ১২ লাখ টাকার বেশি আয় করেছেন। বর্তমানে তিনি আরও বিভিন্ন পোকামাকড়ের সাহায্যে চা তৈরির কথা ভাবছেন। এর জন্য ক্রাউড ফান্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
মন্তব্য করুন