বর্তমান প্রতিদিন ডেস্ক:
ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল জানিয়েছে, ছুটি কাটাতে গিয়ে পকেটের দিকে তাকাচ্ছেন না ফুটবলার মেসি ও ফ্যাব্রেগাস। ইবিজায় বিশালাকারের এক ম্যানশন ভাড়া নিয়ে সেখানে অবস্থান করছেন তারা, যার জন্য সপ্তাহে তাদের খরচ করতে হয় ২ লাখ ৬০ হাজার পাউন্ড বা বাংলাদেশি টাকায় ৩ কোটি টাকা। বিলাসবহুল ওই ম্যানশনে রয়েছে ছয়টি বেডরুম, একটি জিম, ২০ মিটার দীর্ঘ সুইমিং পুল, আর অতিথিদের সেবায় সারাক্ষন নিয়োজিত আছে ২২ জন কর্মচারী।
এছাড়াও নেট দুনিয়ায় মেসি এবং ফ্যাব্রেগাসের শেয়ার করা ছবিতে দেখা গেছে, একটি বিলাসবহুল ইয়টে সময় কাটাচ্ছেন তারা। ডেইলি মেইল আরও জানিয়েছে, শালিমার ২ নামের সেই ইয়টের জন্য প্রতিদিন ৮ হাজার ৬০০ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ লাখ টাকা খরচ দিতে হয়।
ছুটি কাটিয়ে পিএসজির প্রাক-মৌসুম ক্যাম্পে যোগ দেবেন ফুটবলার মেসি। আর গত মৌসুমে ফরাসি ক্লাব মোনাকোর সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় নতুন ক্লাবের সন্ধান করছেন ফুটবলার ফ্যাব্রেগাস।
মন্তব্য করুন