লাইফস্টাইল

বিরামপুরে প্রিমিয়ার ক্রিকেট লীগ সিজন-৭ এর শুভ উদ্বোধন


প্রকাশিত : মঙ্গলবার, ২০২৩ জুলাই ০৪, ০২:২২ অপরাহ্ন
বিরামপুরে প্রিমিয়ার ক্রিকেট লীগ সিজন-৭ এর শুভ উদ্বোধন

বর্তমান প্রতিদিন ডেস্ক:

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় বিরামপুর প্রিমিয়ার ক্রিকেট লীগ(বিপিএল)-২৩ সিজন-৭ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) বিরামপুর শেখ রাসেল মিনি স্টিডিয়ামে বিরামপুর বিপিএল কমিটির আয়োজনে বিরামপুর বিপিএল কমিটির সভাপতি মোজাফ্ফর রহমানের সভাপতিত্বে প্রিমিয়ার ক্রিকেট লীগ(বিপিএল)-২৩ সিজন-৭ এর শুভ উদ্বোধন করেন বিরামপুর পৌরসভার জননন্দিত মেয়র অধ্যাপক আক্কাস আলী।

 এসময় উপস্থিত ছিলেন বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আদিত্য ঘোষ অপু, বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মেসবাউল হক, বিরামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোজাফ্ফর রহমান, বিরামপুর পবন কুন্ডু স্মৃতি সংঘের সভাপতি মৃত্যুঞ্জয় স্বদেশ কুন্ডু। এছাড়াও উপস্থিত ছিলেন বিরামপুর ভিক্টর স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক কাদেরুজ্জামান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক রেজোওয়ান, সেলিম,রতনসহ ক্রিকেটপ্রেমী অনেকে। 

আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় উদ্বোধনী খেলায় বিরামপুর ভিক্টর স্পোর্টিং ক্লাবের সাথে পবন কুন্ডু স্মৃতি সংঘের খেলা অনুষ্ঠিত হয়।খেলায় টচে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিরামপুর পবন কুন্ডু স্মৃতি সংঘ এবং ফিল্ডিং করে বিরামপুর ভিক্টর স্পোর্টিং ক্লাব। খেলাটি পরিচালনায় আম্পিয়ারের দায়িত্বে ছিলেন আকতারুল ইসলাম, সামসুল আলম এবং থার্ড আম্পিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন তাইফুর রহমান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


মন্তব্য করুন

Video