ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মকুন্দপুর চানপুরের একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান চানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়কে কলেজ শাখার পাঠদান অনুমোদন দেওয়া হয়েছে।
চানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব,জাহাঙ্গীর মৃধা বলেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই তিতাস পাড়ের জননেতা র. আ. ম. উবায়দুল মোকদাদির চৌধুরী এমপি মহোদয় সহ কুমিল্লা শিক্ষাবোর্ডকে। একটা কলেজের অভাবে অনেক শিক্ষার্থী এস এসসি পরিক্ষায় উত্তীর্ন হওয়ার পর কলেজ পর্যায়ে পড়াশোনা করতে পারে না। বিশেষ করে চানপুর. মুকুন্দপুর পাহাড়পুর. নজরপুর.ধোরানাল.মনিপুর. বামুটিয়া.জলিলপুর.ছানিপুর.জয়পুর, দাড়িয়াপুর, কুচুয়া , মুড়া, কামাল মুড়া, ভিটিদাউদপুর, হরষপুর সহ মোট ৪২ টি গ্রামের শিক্ষার্থীরা দূরে গিয়ে পড়াশোনা করতে নানান ধরনের সমস্যার সমোক্ষীন হয়।। জাহাঙ্গীর মৃধা আরো বলেন বিষেশ করে এই ৪২ টা গ্রামের মেয়েরা দূরে কলেজ থাকায় পড়াশোনা করতে পারে না। এতে করে বাল্যবিবাহের প্রভাব বেশি দেখা যায়।
তিনি আরো বলেন চানপুর গ্রামে কলেজের অনুমোদন হওয়াতে এই এলাকার মানুষের শিক্ষার প্রতি প্রাণচঞ্চলতা বৃদ্ধি পেয়েছে। এই এলাকার শিক্ষার্থীদের মুখে উজ্জ্বল হাসি ফুটেছে।
পাহাড়পুর ইউনিয়নের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলে জানা যায় পাহাড়পুর ইউনিয়নে একটা কলেজ খুবই প্রয়োজন ছিল। কিন্তু এই স্বপ্নটা এখন পূরণ হয়েছে ধন্যবাদ জানায় মাননীয় প্রধানমন্ত্রীকে ও যাদের অক্লান্ত পরিশ্রম ও অবদানে আজ আমরা একটি কলেজ পাঠদানের অনুমতি পেয়েছি কুমিল্লা শিক্ষাবোর্ডে থেকে। অক্লান্ত পরিশ্রম করেন অত্র বিদ্যালয়ের মেনেজিং কমেটির সভাপতি জনাব জাহাঙ্গীর মৃধা। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমান শিশির।
জাহাঙ্গীর মৃধা বলেন চলছে ২০২৩ ব্যাচ এর এস এসি পরিক্ষার্থীরা ভর্তির জন্য আমাদের এই কলেজে আবেদন করতে পারবে এবং নিয়ম অনুযায়ী পাঠদান প্রধান করা হবে।
বিদ্যালয়টি কলেজে অনুমোদন চানপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ নামে ভুষিত হল। নতুন নাম পেয়ে স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসি খুবই আনন্দিত ।
মন্তব্য করুন