বর্তমান প্রতিদিন ডেস্ক:
বলিউডের সুপারস্টার হলেন সালমান খান৷ তাকে মাত্র এক ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন তার ভক্তরা ৷ আর সেই সালমান নিজেই যদি কোন ভক্তদের সঙ্গে দেখা করতে যান তাহলে বুঝতেই পারছেন কী হতে পারে৷
তবে সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিওতে দেখা গেছে
সালমান খান শুধু ভক্তের সাথে দেখা করেছেন তাই নয়, এক ভক্তের চুলও কেটে দিয়েছেন ভাইজান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সাল্লু ভাইজানের একটি ভিডিও। এই ভিডিওতে দেখা যাচ্ছে, সাল্লুকে তার এক ভক্তের চুল কাটতে দেখা যাচ্ছে।
ভিডিও নেট দুনিয়ায় অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা গেছে, নিজের ফ্যানের চুল কাটছেন সাল্লু। তবে চুল কাটতে কাটতে এতটাই কেটে ফেলেছেন যে শেষ পর্যন্ত ভক্ত বেচারা টাক হয়ে গেছেন। তারপরও মুখে হাঁসি দেখা গেছে সেই ভক্তের।
মন্তব্য করুন