বর্তমান প্রতিদিন ডেস্ক:
ভারত থেকে অবৈধ পথে দিনাজপুরের হাকিমপুর (হিলি) ও এর আশপাশের বিভিন্ন সীমান্ত এলাকায় পাচারের সময় আটককৃত
থ্রি-পিস, শাড়ি ও চাদর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠিয়েছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ।
দুটি কার্ভাড ভ্যানে করে আটককৃত মালামাল রোববার (১৭ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানো হয়েছে।
হিলি কাস্টমসের উপ-কমিশনার কামরুল ইসলাম উক্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
কামরুল ইসলাম জানান, ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে আনার সময় বিজিবি, পুলিশসহ বিভিন্ন সংস্থার মাধমে জব্দকৃত ১৫ হাজার ২৪৬ পিচ শাড়ি, ৮২৭টি থ্রি-পিস ও ৭ হাজার ৩২১টি চাদর হিলি কাস্টমসের গুদামে দীর্ঘদিন ধরে জমা ছিল। এসব পণ্য নষ্ট না করে সব প্রক্রিয়া শেষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন