বর্তমান প্রতিদিন ডেস্ক:
যুক্তরাষ্ট্র করোনা ভাইরাস মোকাবিলায় পাঁচ বছর এবং তার চেয়ে কম বয়সী শিশুদের জন্য ফাইজার ও মডার্নার কোভিড-১৯ টিকার অনুমোদন দিয়েছে। স্থানীয় সময় গত শনিবার (১৮ জুন ২০২২ইং) মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ এই অনুমোদন দেয়।
পাঁচ বছর ও তারচেয়ে কমবয়সী শিশুদের জন্য করোনার টিকার অনুমোদনকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ‘বিরাট পদক্ষেপ’ বলেও অভিহিত করেছেন বাইডেন। বার্তাসংস্থা এএফপি রোববার (১৯ জুন ২০২২ইং) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বার্তাসংস্থাটি প্রতিবেদনে বলছে, গত শনিবারে নেওয়া এই পদক্ষেপের মাধ্যমে ছয় মাস বয়সী শিশুদের জন্য করোনা প্রতিরোধী তথা এমআরএনএ (mRNA) ভ্যাকসিন ব্যবহারের অনুমোদনকারী প্রথম দেশ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। এর আগে উত্তর আমেরিকার পাঁচ বছরের বেশি বয়সী শিশুদের জন্য কোভিড-১৯ টিকার অনুমোদন দিয়েছিল।
মন্তব্য করুন