বর্তমান প্রতিদিন ডেস্ক:
আগামী রবিবার ঘোষণা করা হতে পারে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল । যদি কোন কারনে ওই দিন ফলাফল ঘোষণা করা না হয় তাহলে সোমবার প্রকাশ করা হতে পারে । ফলাফলটি প্রস্তুত করা হবে য়েটের সিএসই বিভাগের সহায়তায়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল বিষয়টি নিশ্চিত করেছেন । এমবিবিএস ভর্তির ১ম মেধাতালিকার ফলাফল প্রকাশ করা হবে স্বাস্থ্য অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে (https://result.dghs.gov.bd) । অধিদপ্তরের ওয়েবসাইট থেকে সরাসরি সংগ্রহ করা যাবে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ১ম মেধাতালিকা পিডিএফ কপি । এছাড়া যে সব শিক্ষার্থী মেডিকেল ভর্তির লিখিত পরীক্ষায় কমপক্ষে ৪০ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন, তাদের মেধাস্কোর দেখা যাবে। ১০ মার্চ দেশের সব মেডিকেল কলেজে এমবিবিএস ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর ৫টিসহ দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য করুন