হট নিউজ

টানা দশ মাস উড়তে পারে যে পাখি


প্রকাশিত : শুক্রবার, ২০২৩ এপ্রিল ২৮, ০১:২৮ অপরাহ্ন
টানা দশ মাস উড়তে পারে যে পাখি

বর্তমান প্রতিদিন ডেস্ক:

বিশ্বখ্যাত কমন সুইফট পাখি। ইউরোপের অত্যন্ত পরিচিত পাখি এটি। দেখতে অনেকটা ফিঙে পাখির মতো। টর্পেডো মিসাইলের মতো আকৃতি। বর্ষার ফলার মতো তীক্ষè, লম্বা ডানা। ক্ষিপ্র গতির জন্য রয়েছে কমন সুইফটের খ্যাতি। একটানা বাতাস কেটে ছুটে চলে। তার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে একেবারের জন্য ও মাটি স্পর্শ না করে টানা দশ মাস উড়তে পারে। প্রতি জুলাইয়ে এরা দল বেঁধে ইউরোপ ছেড়ে পাড়ি জমায় আফ্রিকার পশ্চিম ও মধ্যাঞ্চলে। দীর্ঘ সময় আকাশে উড়ে আফ্রিকায় গেলেও সেখানকার মাটিতে একবার ও পা রাখে না। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দীর্ঘ সময় আকাশে উড়ার রেকর্ড ছিল অ্যালপাইন সুইফট পাখির দখলে। অ্যালপাইন সুইফট পাখি একটানা ছয় মাস আকাশে উড়তে পারে। বর্তমানে একটানা দশ মাস আকাশে ওড়ার রেকর্ড শুধু কমন সুইফট পাখির। প্রাণী হিসেবে পাখিদের ও ঘুমের প্রয়োজন, খুব উঁচু হতে ধীরে ধীরে নিচে নামার সময় কমন সুইফট হালকা ঘুমিয়ে নেয়। তবে উড়ন্ত অবস্থায়ই খায়, সঙ্গীর সাথে মিশে এবং যাবতীয় কাজ সেরে নিতে পারে। এ পাখির ডানা অনেক বেশি লম্বা আর পা জোড়া খুব ছোট। পায়ের আকৃতি এত ছোট বলে এরা সমতল থেকে উড়াল দিতে পারে না। আবার ভূমিতেও নামতে পারে না। গাছের ডালে বা বাড়ির ছাদে বা অন্য কোথাও নামতে পারে। দিনের তুলনায় রাতেই বেশি পথ অতিক্রম করতে দেখা যায়। উড়ন্ত পোকামাকড় খায় এবং উড়তে উড়তে জলাশয় থেকে চুমুক দিয়ে পানি পান করে। তবে আবহাওয়া খারাপ হলে বা কোনো গুরুত্বপূর্ণ সমস্যার কারণে মাঝে মাঝে মাটিতে নামতেও হয়।

বেশির ভাগ সময় ওড়ার পেছনে শক্তি ব্যবহার করার ফলে পাখিদের আয়ু কমে আসে। কিন্তু কমন সুইফট পাখির ক্ষেত্রে এ কথা পুরোপুরি সত্য নয়। উষ্ণ বাতাসের প্রবাহে উড়ে নিজের শক্তি সঞ্চয় করে কমন সুইফট পাখি প্রায় বিশ বছর বেঁচে থাকে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


মন্তব্য করুন

Video