বোয়ালমারীতে ৩ টাকার সিঙ্গারা বিক্রি করে স্বাবলম্বী ইয়াছিন

Bortoman Protidin

১৯ দিন আগে শনিবার, জুলাই ১২, ২০২৫


#

মুকুল বসু ,ফরিদপুর প্রতিনিধি :


ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বাজিতপুর গ্রামের মালেক মোল্যার ছেলে মো. ইয়াছিন মিয়া।

চার ভাইবোনের মধ্যে বড় ভাই আব্দুর রহমান নিজ মালিকানাধীন জিপ গাড়ি ভাড়ায় চালান। আর মেজ ভাই রবিউলও ভাড়ায় চালিত মাইক্রোবাসের ড্রাইভার। ছোট ভাই মামুন কৃষিকাজ করেন। এক মাস বয়সী এক সন্তানের জনক ইয়াছিন মিয়া বোয়ালমারী পৌর সদরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ৩ টাকার সিঙ্গারা বিক্রি করেন। ইয়াছিন মিয়ার ভাষায় 'বাচ্চা সিঙ্গারা'। সিঙ্গারা বিক্রির সময় তিনি কিছু সময় থেমে থেমে হাঁক পাড়েন 'বাচ্চা সিঙ্গারা' আছে, 'বাচ্চা সিঙ্গারা'। সাথে কিছু বড় সিঙ্গারা থাকলেও তা খুব একটা বিক্রি হয় না। তবে ছোট সিঙ্গারার সাথে তিন টাকার সমুচাও বিক্রি করেন। কিন্তু ৩ টাকার সিঙ্গারাটারই চাহিদা বেশি। 

একান্নবর্তী সংসারে সাংসারিক ব্যয়ে ইয়াছিন মিয়ার অবদান কম নয়। সিঙ্গারা বিক্রি থেকে অর্জিত আয়ে বেশ খুশি তিনি। বত্রিশ বছর বয়সী ইয়াছিন মিয়া একটি মাঝারি সাইজের কাঠের বাক্সের উপর একটি কাঁচের ঘর বানিয়ে তাতে ভ্যানগাড়ির দুটি চাকা লাগিয়ে ঠেলাগাডি় সদৃশ একটি গাড়ি বানিয়েছেন। আর কাঁচের ঘরের মধ্যে সিঙ্গারা, সমুচা রাখায় ধূলাবালিমুক্ত থাকে। প্রতিদিন ১১০০-১২০০ পিস ছোট সিঙ্গারা বিক্রি হয়। ওই পরিমান সিঙ্গারা তৈরি করা ইয়াছিনের একার পক্ষে সম্ভব নয়। তাই তাকে সহযোগিতা করেন তার ছোট ভাই মামুন (২৮) ও মা সাহেরা বেগম (৬০)। বাড়ি থেকে সিঙ্গারা, সমুচা তৈরি করে বোয়ালমারী বাজারের তালতলা, মহিলা কলেজের সামনে, হাসপাতালের সামনে, চৌরাস্তাসহ পৌর সদরের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে বিক্রি করে থাকেন। ইয়াছিন মিয়া বলেন, 'প্রতিদিন ১১০০-১২০০ পিসের মতো ছোট সিঙ্গারা বিক্রি করি। প্রতি পিস ৩ টাকা। এতে খরচ বাদ দিলে ১৩০০-১৪০০ টাকার মতো লাভ থাকে। সকাল ১০টা থেকে বেচা শুরু করে দুপুর ৩টার মধ্যে সব বিক্রি হয়ে যায়। দেড় মাস যাবত এই সিঙ্গারা, সমুচা বিক্রি করছি। আগে তিন বছর হাসপাতালের সামনের এক হোটেলে সিঙ্গারা বানাতাম। পরে ওই হোটেলের কাজ ছেড়ে এখন ঠেলাগাডি়তে করে সিঙ্গারা, সমুচা বিক্রি করি। বড় সাইজের কিছু সিঙ্গারা আর সমুচা থাকলেও ছোট সিঙ্গারার চাহিদা বেশি। এই ব্যবসায় এখন অনেক ভালো আছি', ইয়াছিন যোগ করেন।

স্থানীয় স্কুল শিক্ষক আনিচ মৃধা বলেন, 'ইয়াছিন মিয়ার একটি ছোট সাইজের সিঙ্গারার দাম মাত্র তিন টাকা। অথচ খেতে সুস্বাদু। আমি মাঝেমধ্যে ওই সিঙ্গারা পেলেই খাই। ইয়াছিন মিয়ার সিঙ্গারা কাঁচের ঘরের মধ্যে থাকায় মাছি পড়ে না এবং ধূলাবালিমুক্ত। সেদিক থেকে বলতে গেলে ইয়াছিন মিয়ার বাড়িতে তৈরিকৃত সিঙ্গারা স্বাস্থ্যকর।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় ইতিবাচক সমাধানের প্রত্যাশা বাংলাদেশের : প্রেস সচিব

#

পাঁচথুবীতে দাঁড়িপাল্লার পক্ষে বৃষ্টিভেজা জনতার সমর্থন কুমিল্লা-৬ আসনে কাজী দ্বীন মোহাম্মদের গণসংযোগ

#

কুমিল্লায় চালের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান: ৬০ হাজার টাকা জরিমানা

#

কুমিল্লায় যাত্রীবাহী বাসসহ ১ বাস চোরকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ

#

কুমিল্লায় তিন মামলায় অব্যাহতি পেলেন খালেদা জিয়া

#

সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ

#

কুমিল্লায় দিঘীতে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

#

“আমরা কুমিল্লার তরুণ প্রজন্ম” বরুড়া উপজেলার আহ্বায়ক কমিটি গঠন

#

রোটারি ইন্টারন্যাশনালের নতুন বছর উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

#

কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট এসোসিয়েশনের (২০২৫-২৬) কমিটি গঠন, সভাপতি লিপু, সাধারণ সম্পাদক ইমরান ও সাংগঠনিক পদে ম্যাক রানা

Link copied