ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে শেষ হল ফেস অফ নগদহাট অরিয়েন্টেশন প্রোগ্রাম

Bortoman Protidin

১৮ দিন আগে শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩


#

গত ১৮ নভেম্বর, ২০২৩ ইং তারিখ, রোজ শনিবার,  ঢাকার কল্যাণপুরের নগদহাট বাংলাদেশ লিমিটেডের প্রাধান কার্যলয় এক  উৎসবমুখর পরিবেশে "ফেইস অফ নগদহাট" র অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।   দেশের বিভিন্ন অঞ্চল থেকে ‘ফেইস অফ নগদহাট’ পজিশনে নিয়োগপ্রাপ্ত ১৪০ জন ব্যক্তিসহ আমন্ত্রিত অতিথিরা  ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে এই অরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করেন।