আজ রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে ঢাকার যে সড়ক
২৭ দিন আগে সোমবার, অক্টোবর ১৪, ২০২৪
ঢাকার
বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের বিএনএস সেন্টার থেকে উত্তরার হাউজবিল্ডিং
পর্যন্ত ময়মনসিংহমুখী সড়কে কার্পেটিংয়ের কাজ চলছে। যার ফলে একপাশের রাস্তা সাময়িক বন্ধ
রয়েছে। সড়কের এ অংশ রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।
আজ
শনিবার (২০ জানুয়ারী) দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটির প্রকল্প ব্যবস্থাপক
(নিরাপত্তা) সোরাব উদ্দিন।
তিনি
জানান, বিআরটি প্রকল্পের বিএনএস সেন্টার থেকে হাউজবিল্ডিং পর্যন্ত ময়মনসিংহমুখী সড়কে
কার্পেটিংয়ের কাজ চলমান থাকায় রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। এতে জনসাধারণের চলাচলে
সাময়িক অসুবিধা ও ট্রাফিক জ্যাম হচ্ছে।
তিনি
আরও বলেছেন, জনসাধারণকে উড়াল সেতু অথবা বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানাচ্ছি। আমরা
চেষ্টা করবো আমাদের প্রকৌশলী টিমের সঙ্গে কথা বলে যেন রাত ১২টার মধ্যে সড়ক খুলে দেওয়ার
জন্য।