কুমিল্লাতে Epsilon International নিয়ে এলো ৬৫ লাখ টাকার ব্রিটিশ স্কলারশিপ।
২০ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
কুমিল্লাতে ছাত্র ছাত্রীদের career development এর জন্য epsilon international নিয়ে এলো ৬৫ লাখ টাকার ব্রিটিশ স্কলারশিপ।
যেখানে থাকবে মোট ৪টা বিষয় -
1. Information Technology (BSC)
2. Business studies (BSC)
3. Logistics and Supply Chain Management, and
4. Data science
এই ৪ টা বিষয়ে POST GRADUATION সহ মোট 65 লাখ টাকার স্কলারশিপ দিচ্ছে epsilon international .
আগামী তিন বছরের BSC প্রোগ্রামে দুই সাবজেক্ট এর উপর ১০ জন শিক্ষার্থী এবং ১ বছরের post-graduation প্রোগ্রামে এ পাবে ১০ জন শিক্ষার্থী, সর্বমোট ২০ জন শিক্ষার্থী বিনামূল্যে ব্রিটিশ ডিগ্রি সম্পন্ন করতে পারবে অফলাইন এবং অনলাইনে।
BSC র একজন শিক্ষার্থীর তিন বছরের শিক্ষাবৃত্তির value ৪ লাখ ৫০ হাজার টাকার সম পরিমাণ, এবং post-graduation এর একজন শিক্ষার্থীর ১ বছরের শিক্ষাবৃত্তির value 2 লাখ টাকার সম পরিমাণ থাকবে।
স্কলারশিপ কে কেন্দ্র করে epsilon international আয়োজন করতে যাচ্ছে ক্যারিয়ার ওরিয়েন্টেড সেমিনার.
সেমিনারটি হবে আগামী ১১ ই মার্চ কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে অডিটরিয়ামে এবং ১৮ ই মার্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে।
যোগাযোগের ঠিকানা ০১৩২৯৬৫৫৯৮২।মালেক মঞ্জিল, মধ্যম আশরাফপুর, লাকসাম রোড, সড়ক ভবনের বিপরীতে,