কেউ আগে এমন শিলাবৃষ্টি দেখেনি!
২০ দিন আগে বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫

সিলেটে রোববার রাতে ঝড়ো বাতাস, বজ্রসহ ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। অবস্থা চলতে থাকে প্রায় আধাঘণ্টা। রাত ১০টার দিকে শুরু হয় ঝড়ো হাওয়ার সাথে এই শিলাবৃষ্টি ১০ থেকে ১৫ মিনিট স্থায়ী ছিল।
এরআগে সিলেটে এরকম শিলাবৃষ্টি আগে দেখা যায়নি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করছেন অনেকেই। রাস্তায় চলাচলা করা বিভিন্ন গাড়ির গ্লাস ভেঙে যায় শিলাবৃষ্টিতে।
কারও কারও বাসার টিনের চালা ফুটো ও জানালার কাঁচের গ্লাস শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়। আহত হয়েছেন খোলা জায়গায় ও রাস্তায় অবস্থান করা অনেকেই।এরআগে আবহাওয়া অধিদফতর সিলেট বিভাগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল।