গোলাপগঞ্জে পরোয়ানাভূক্ত ৫ জন আসামী গ্রেফতার
২২ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত ৫ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার লক্ষনাবন্দ ইউপির নোয়াই দক্ষিণভাগ এলাকার আজির উদ্দিনের ছেলে আব্দুল আহাদ, একই এলাকার আকিব আলীর ছেলে আব্দুল মুমিন কালা ও আছাব আলীর ছেলে হুশিয়ার আলী, ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল এলাকার সজীব আলীর ছেলে সোহেল আহমদ, লক্ষীপাশা ইউপির জগঝাপ এলাকার লয়লু মিয়ার ছেলে লিটন আহমদ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুদুল আমিন বলেন, আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।