জুয়েলার্সে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি
১ দিন আগে মঙ্গলবার, জানুয়ারী ৬, ২০২৬
রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে অবস্থিত নিউ রানা জুয়েলার্সে
দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোর চক্রের সদস্যরা দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি
রুপা ও চার লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
আজ সোমবার (৫ জানুয়ারি) ভোরে শাটার ও কেচি গেট ভেঙে এ চুরির ঘটনা
ঘটে।
দোকানের মালিক মাসুদ রানা জানান, রোববার রাত ১১টার দিকে দোকান বন্ধ
করে তিনি বাসায় যান।
সোমবার সকাল ১০টার দিকে দোকান খুলতে এসে কেচি গেটের তালা ভাঙা দেখতে
পান। ভেতরে ঢুকে তিনি দেখতে পান দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে এবং সিন্দুকসহ
সব স্বর্ণ ও রুপা নিয়ে গেছে চোরেরা।
তিনি বলেন, দোকানে নিজের ৫০ ভরি স্বর্ণ ও বন্ধকি রাখা ২০ ভরি স্বর্ণ
ছিল। এছাড়া ৬০০ ভরি রুপা, নগদ চার লাখ টাকা এবং স্বর্ণ কেনাবেচার রশিদসহ পুরো সিন্দুক
নিয়ে গেছে অজ্ঞাত চোর চক্র।
লুট হওয়া ৭০ ভরি স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ টাকা এবং
৬০০ ভরি রুপার মূল্য প্রায় ২১ লাখ ৬০ হাজার টাকা।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৩টা ২১ মিনিটের দিকে একদল চোর দোকানের
ভেতরে প্রবেশ করে। তারা গ্লাস ভেঙে সিন্দুক বের করে বেশ কিছু সময় ভেতরে অবস্থান করে।
পরে একটি পিকআপ ভ্যানে করে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে
মিজান বলেন, চুরির বিষয়টি জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে এবং একাধিক টিম
চোর চক্র শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করেছে।