ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
২৫ দিন আগে মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ২৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
(১৯ ফেব্রুয়ারি) সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণার দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর এ কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২২ সালের ৬ ডিসেম্বর ছাত্রলীগের বার্ষিক সম্মেলন আয়োজিত হয়। ২০ ডিসেম্বর কেন্দ্রীয় ও ঢাবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।