বিজিবির অভিযানে ভারতীয় ম/দসহ আটক ২
১৫ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ২২, ২০২৬
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ভারতীয় মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটকরা হলেন রাহুল তাঁতি (৩০) ও রাজু কুমার ঝরা (২০)। তাদের কাছ থেকে ২৩ বোতল ভারতীয় মদ এবং ১টি ইয়ামাহা মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দকৃত মদের বাজারমূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। বিষয়টি শনিবার (৬ ডিসেম্বর) রাতে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, সন্ধ্যায় মাধবপুরের তেলিয়াপাড়া বিওপির টহলদল সীমান্ত এলাকা থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উরিষ্যা এলাকায় চলাচলরত একটি মোটরসাইকেলকে সন্দেহজনক মনে করে সিগন্যাল দিলে দুইজন মোটরসাইকেল ফেলে চা বাগানের মধ্যে পালানোর চেষ্টা করে। তবে বিজিবির টহল দল তাদের ধাওয়া করে হাতেনাতে আটক করে।
আটকদ্বয় এবং জব্দকৃত মালামাল মাধবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া, বিজিবি অন্যান্য চোরাকারবার ও মাদক পাচার চক্রের কার্যক্রমও অনুসরণ ও দমন করতে অব্যাহত রয়েছে।