স্বস্তির বৃষ্টির অপেক্ষায় দেশবাসী
২৮ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
দেশব্যাপী
বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এমন পরিস্থিতির মধ্যেই আর
তিন দিন বেড়েছে ‘হিট অ্যালার্ট’। স্বস্তির বৃষ্টির অপেক্ষায় দেশবাসী।
আবহাওয়া
অফিস বলছে, চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আর কিছু দিন।
আবহাওয়া
অধিদপ্তর বলছে, এপ্রিলে ঢাকার তাপমাত্রা গত ৩০ বছরের
চেয়ে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি।
দেশে
এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪২ দশমিক ৪ ডিগ্রি
সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের
উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এখন বেশি তাপমাত্রা বিরাজ করছে।
খুলনায়
গতকাল ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড
হয়েছে।