১১ আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা

Bortoman Protidin

১৮ দিন আগে শুক্রবার, জানুয়ারী ১৬, ২০২৬


#

কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এখন পর্যন্ত চলমান এইচএসসি সমমানের আটটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা শুরু হবে।

বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন।

এর আগে, তিন দফায় এইচএসসি সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

উল্লেখ্য, প্রথমে ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। ২য় দফায় ২১, ২৩ ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। ৩য় দফায় ২৮ জুলাই থেকে আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। আগামী আগস্ট পরবর্তী পরীক্ষার তারিখ ছিল।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied