অনুুপমের প্রাক্তনকে বিয়ে করে বিতর্কে পরমব্রত
১ দিন আগে বুধবার, জানুয়ারী ৭, ২০২৬
বন্ধু অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করার পর তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। দীর্ঘদিন এ বিষয়ে নীরব থাকলেও এবার প্রথমবার প্রকাশ্যে সেই বিতর্ক নিয়ে নিজের অবস্থান জানালেন তিনি।
সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে ক্যারিয়ারের নানা দিকের পাশাপাশি ব্যক্তিজীবনের প্রসঙ্গেও কথা বলেন পরমব্রত। সেখানেই উঠে আসে ‘বন্ধুর স্ত্রীকে বিয়ে’—এই বিতর্ক। অভিনেতা জানান, বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ও পিয়াকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, তা তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল।
পরমব্রত বলেন, “আমি বিয়ের সময় থেকেই নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেছি। সমাজ, রাজনীতি বা ব্যক্তিগত মতামত প্রকাশ করলে তা নিয়ে অযথা বিতর্ক তৈরি হয়—এটা বুঝে গেছি। তাই এখন লিখলেও মন্তব্য বন্ধ করে দিই, দেখিও না।”
তিনি আরও বলেন, “বিয়ের পর হঠাৎ দেখলাম ভয়ংকর এক পরিস্থিতি তৈরি হলো। প্রথম ৪-৫ দিন বিষয়টা আমাকে প্রভাবিত করেছিল। মানুষ যে প্রকাশ্যে এতটা নিচে নামতে পারে, সেটা ভাবিনি। আমাকে উদ্দেশ করে নয়, যেভাবে কথাগুলো লেখা হচ্ছিল—সেটাই সবচেয়ে কষ্টের ছিল। কিন্তু বুঝলাম, আমার কিছু করার নেই। তাই ধীরে ধীরে গণ্ডারের চামড়া তৈরি করেছি।”
উল্লেখ্য, ২০১৫ সালে সংগীতশিল্পী অনুপম রায়ের সঙ্গে পিয়া চক্রবর্তীর বিয়ে হয়। ছয় বছর পর, ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর পরমব্রতের সঙ্গে পিয়ার বন্ধুত্ব গড়ে ওঠে, যা নিয়ে দীর্ঘদিন গুঞ্জন চলতে থাকে। সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২৩ সালের নভেম্বরে আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন পরমব্রত ও পিয়া।
পরবর্তীতে অনুপম রায়ও গায়িকা প্রশ্মিতা পালের সঙ্গে নতুন জীবন শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনজনের জীবনই ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে।