কাভার্ড ভ্যানের ধাক্কায় তরুণের মর্মান্তিক মৃত্যু
১ ঘন্টা আগে শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫
শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চাঁদপুর–লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব চরকুমিরা এলাকার জমাদার বাড়ির যুবক রোমান ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন একই গ্রামের বাপ্পি (১৮) এবং সোহাগ (১৭)।স্থানীয়দের বরাতে জানা যায়, রোমানসহ তিনজন ফজরের নামাজ পড়ার পর হাঁটতে হাঁটতে মাছ কিনতে ভাটিয়ালপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথে পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৩-৩১২৪) তাদের ওপর উঠে গেলে তিনজনই গুরুতর আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করেন। আহত বাপ্পি ও সোহাগকে প্রাথমিক চিকিৎসার পর চাঁদপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।দুর্ঘটনার পর আশপাশের লোকজন কাভার্ড ভ্যানটি থামিয়ে চালক ইমরান (২৬) এবং তার সহযোগী ইকরাম (২৩)–কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। দু’জনই ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তমাবাদ গ্রামের বাসিন্দা এবং সহোদর। তারা চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে বরিশালের দিকে যাচ্ছিলেন বলে জানা যায়।
ফরিদগঞ্জ থানার ওসি হেলাল উদ্দিন জানান, কাভার্ড ভ্যানসহ চালক ও হেলপারকে হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।